ভিয়েনা ০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি চুয়াডাঙ্গা পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
  • ৩৩ সময় দেখুন
সাকিব হাসান, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশের তরে অকাতরে জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চুয়াডাঙ্গা জেলা পুলিশ ‘মহান বিজয় দিবস- ২০২১’ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধরণের কর্মসূচী পালন করছে।
‘মহান বিজয় দিবস-২০২১’ উপলক্ষে ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার ৬ টা৩০ মিনিটের সময়  চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক  মোঃ জাহিদুল ইসলাম  পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পুলিশ সুপার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সম্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক  অর্পণ  শেষে শহীদদের  আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন  জেলা প্রশাসক  মোঃ নজরুল ইসলাম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর)  কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল)  মোঃ মুন্না বিশ্বাস, অফিসার ইনচার্জ চুয়াডাঙ্গা সদর থানা, ডিআইও-১ জেলা বিশেষ শাখা, আরআই পুলিশ লাইন্স, চুয়াডাঙ্গা জেলা সদরের সকল ইন্সপেক্টরগনসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্সবৃন্দসহ চুয়াডাঙ্গা সরকারী, আধা-সরকারী ও স্বায়ত্তশাসিত বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ।
চুয়াডাঙ্গা/ইবিটাইমস
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি চুয়াডাঙ্গা পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন

আপডেটের সময় ১১:১০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
সাকিব হাসান, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশের তরে অকাতরে জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চুয়াডাঙ্গা জেলা পুলিশ ‘মহান বিজয় দিবস- ২০২১’ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধরণের কর্মসূচী পালন করছে।
‘মহান বিজয় দিবস-২০২১’ উপলক্ষে ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার ৬ টা৩০ মিনিটের সময়  চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক  মোঃ জাহিদুল ইসলাম  পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পুলিশ সুপার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সম্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক  অর্পণ  শেষে শহীদদের  আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন  জেলা প্রশাসক  মোঃ নজরুল ইসলাম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর)  কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল)  মোঃ মুন্না বিশ্বাস, অফিসার ইনচার্জ চুয়াডাঙ্গা সদর থানা, ডিআইও-১ জেলা বিশেষ শাখা, আরআই পুলিশ লাইন্স, চুয়াডাঙ্গা জেলা সদরের সকল ইন্সপেক্টরগনসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্সবৃন্দসহ চুয়াডাঙ্গা সরকারী, আধা-সরকারী ও স্বায়ত্তশাসিত বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ।
চুয়াডাঙ্গা/ইবিটাইমস