সাকিব হাসানঃ মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তী সারা দেশে অভিন্ন কর্মসূচি মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তী জাকের পার্টি ও সহযোগী সংগঠন সমূহ আজ ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে পালন করছে।
আজ সকালে সুবিশাল বর্ণাঢ্য র্যালী সহকারে জাকের পার্টি ও সহযোগী সংগঠন সমূহ সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে। বর্ণিল ব্যানার, ফেষ্টুনে সুসজ্জিত কয়েক হাজার নেতা কর্মীর নজরকাড়া র্যালী থেকে একাত্তুরের বীর শহীদদের স্মরণ এবং উন্নয়ন ও প্রগতির বাংলাদেশ কামনা করে মুহুর্মুহু শ্লোগানে মুখরিত হয় চারদিক।
শহীদ স্মৃতি সৌধে প্রথমে জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর পরে একে একে কেন্দ্রীয় কমিটি, রাজধানীর আশপাশের জেলা ও মহানগর কমিটি এবং সহযোগী সংগঠন সমূহ পুষ্পস্তবক অর্পণ করে।
একই সাথে দেশব্যাপী জেলা ও মহানগরে জাকের পার্টি র্যালী সহকারে পুস্পস্তবক অর্পণ করে।এর আগে ভোরে বনানীস্থ কেন্দ্রীয় কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন কিরা হয়। সারা দেশেও কেন্দ্রের অনুরুপ কর্মসুচী পালিত হয়।
এদিকে গতকাল ১৫ ডিসেম্বর কেন্দ্রীয়ভাবে সাভার জাতীয় স্মৃতিসৌধ সংলগ্ন বাইপাইলে শেষ রাতে শোকরানা ইসলামী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদানদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির অগ্রগতি কামনা করে কুরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। পরে জাকের পার্টি ও সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
ঢাকা/ইবিটাইমস