ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে বুদ্ধিজীবি দিবস শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় ঝালকাঠি পৌর খেয়াঘাট বধ্যভূমি স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। ঝালকাঠি জেলা প্রশাসক মো: জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সরদার মো: শাহ আলম ও সাধারন সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনিরের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের ও অঙ্গ সংগঠন, সম্মিলিত সাংস্কৃতিক জোট পুষ্প মাল্য অর্পন করেন।
বধ্যভূমি চত্বরেই এরপর আলোচনা সভায় ঝালকাঠির জেলা প্রশাসক মো: জোহর আলী প্রধান অতিথি ছিলেন। পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সরদার মো: শাহ আলম ও সাধারন সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির এবং পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার বিশেষ অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল আলম। অন্যদের মধ্যে মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে ১মিনিট নিরবতা পালন করা হয় এবং আলোচনা সভা শেষে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। জেলা প্রশাসন আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। এর পূর্বে জেলা আওয়ামী লীগ কাযার্লয়ে বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের আলহাজ্ব সরদার মো: শাহ আলমের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, যুগ্ম সম্পাদক তরুন কর্মকার, সাংগঠনিক সম্পাদক শাম্মি মৌসুমি কেকা, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন খান, ধর্ম বিষয়ক সম্পাদক মু. আব্দুর রশিদ, শ্রম সম্পাদক এম.আর মানিক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খসরু নোমান, জেলা মহিলা আওয়ামী লীগ ইসরাত জাহান সোনালী, আওয়ামী লীগ নেতা আবু সাঈদ খান, যুবলীগ সভাপতি রেজাউল করিম জাকির, যুবলীগ নেতা ছাবির হোসেন, জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু ও সাধারন সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ বক্তব্য রাখেন। পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
বাধন রায়/ইবিটাইমস