খালেদা জিয়া মানবাধিকার বঞ্চিত : মির্জা ফখরুল

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে হোটেল লেক শোরে এক সেমিনারে বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে জাতীয় কমিটির উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, ‘দলের চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, মানুষের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক, স্বাধীনতা-সার্বেভৌমত্বের প্রতীক- তিনিও আজকে তাঁর মানবাধিকার, ন্যূনতম যে অধিকার, তাঁর চিকিৎসার অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।’

গুম হওয়া পরিবারের সদস্যদের বেদনার কথা তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকে এখানে আপনারা গুম হওয়া পরিবারের কথা শুনেছেন। গত আট বছর ধরে আমরা এই পরিবারগুলোর কান্না শুনেছি, আমরা শিশুদের কান্না শুনেছি। এখনো তাদের শিশুরা অপেক্ষা করে থাকে কখন তার বাবা ফিরে আসবে। এরকম একটা ভয়াবহ মর্মস্পর্শী পরিস্থিতির মধ্যে আমরা আছি। বাংলাদেশে আমরা যারা আছি আমাদের বার বার এ কথা বলার আর প্রয়োজন নেই যে, বাংলাদেশে কিভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে।’

ফখরুল বলেন, ‘একটা কথা খুব পরিষ্কার, মানবাধিকার ও গণতন্ত্র এই দুইটা পরস্পরের পরিপূরক। গণতন্ত্র ছাড়া মানবাধিকার কোনোদিন রক্ষা হতে পারে না, আর মানবাধিকার ছাড়া কখনো গণতন্ত্র চলতে পারবে না।

দেশের বিচার বিভাগ ও প্রশাসন দলীয়করণের অভিযোগ তুলে মির্জা ফখরুল ইসলাম আলগীর বলেন, ‘আজকে দুর্ভাগ্যজনকভাবে এমন একটা অবস্থা হয়েছে যে, বিচার বিভাগের ওপর এদেশের মানুষ আস্থা রাখতে পারছে না। কারণ বিচার বিভাগের কাছে মানুষ কোনো বিচার পাচ্ছে না। প্রশাসন সম্পূর্ণভাবে দলীয়করণ করে ফেলা হয়েছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা হচ্ছে, গণমাধ্যমকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে ফেলা হয়েছে। বলতে কোনো দ্বিধা নেই আজকে যারা গণমাধ্যমকর্মী আছেন, তাঁরা সবচেয়ে অসহায় অবস্থার মধ্যে পড়েছেন। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে এখন কথা বলার স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে।’

হোটেলে যখন বিএনপির এই আলোচনা চলছিল তখন বাইরে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বিক্ষোভ করছিলেন। লেক শোর হোটেলের সামনের ফুটপাতে ‘১৯৭৭ সালের জিয়ার আমলে গুম ষড়যন্ত্রের শিকার ক্ষতিগ্রস্ত পরিবার’, ‘বিএনপির আগুন সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত পরিবার’ ব্যানারে কিছু মানুষ বিক্ষোভ প্রদর্শন করে।

এ সময় বিক্ষোভকারীরা জিয়াউর রহমানের আমলে মানবাধিকার লঙ্ঘনের নানা অভিযোগ করে বিচার দাবি করেন। যতক্ষণ বিএনপির সেমিনার চলে ততক্ষণ তারা ফুটপাতে দাঁড়িয়ে এই প্রতিবাদ কর্মসূচি চালায়।

অনুষ্ঠানে জাতিসংঘ, কানাডা, ডেমোক্রেসি ইন্টান্যাশনালের প্রতিনিধি উপস্থতি ছিলেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »