চট্টগ্রামে ট্রেন-বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর খুলশী ঝাউতলা এলাকায় রেলক্রসিং পার হতে গিয়ে ডেমু ট্রেনের সঙ্গে বাস এবং সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ তিন জন নিহত এবং কমপক্ষে সাত জন আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে গ্রামীণফোনে কর্মরত প্রকৌশলী বাহাউদ্দিন সোহাগ, ট্রাফিক পুলিশের কনস্টেবল মনির এবং সিএনজিচালিত অটোরিকশার চালক রয়েছেন। তবে নিহত চালকের নাম জানা যায়নি। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া যাওয়া হয়েছে।

পুলিশ জানায়, রেল সিগন্যাল অমান্য করে রেলক্রসিং পার হতে গিয়ে সিএনজি অটোরিকশা ও বাস ডেমু ট্রেনের সামনে পড়ে যায়। এতে ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় বাস ও অটোরিকশায় থাকা যাত্রীরা নিহত ও আহত হয়েছেন।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »