ভিয়েনা ১২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশকে আরও ১৮ লাখ ডোজ ফাইজারের টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২০:৩০ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
  • ১৪ সময় দেখুন

ঢাকা: বাংলাদেশকে আরও ১৮ লাখ ডোজ ফাইজারের করোনা টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশকে মোট ১ কোটি ৬৮ লাখ ডোজ টিকা দিয়েছে ইউএসএ।

বুধবার (২৪ নভেম্বর) ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এই নতুন ডোজ বাংলাদেশকে ১২ বছর বা তদূর্ধ্ব বয়সীদের টিকাদান অব্যাহত রাখার এবং ভ্যাকসিন গ্রহণে সক্ষম জনসংখ্যার ৪০ শতাংশকে ২০২১ সালের শেষ নাগাদ ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে সরকারের প্রচেষ্টার সহায়ক হবে। কোভিড মোকাবিলায় নেতৃত্ব দিতে ২০২২ নাগাদ বিশ্বব্যাপী বিনামূল্যে ১০০ কোটি ডোজ ভ্যাকসিন প্রদানে যুক্তরাষ্ট্রের বৃহত্তর অঙ্গীকারের অংশ হিসেবে ফাইজারের এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জাতীয় কোভিড-১৯ টিকাদান কার্যক্রমে সহযোগিতা দিতে এবং মহামারি প্রতিরোধ জোরদারে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এ লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপদ ও যথাযথভাবে টিকাদান কার্যক্রম পরিচালনায় ৬ হাজার ৮০০ জনের বেশি স্বাস্থ্যসেবার পেশাদারকে প্রশিক্ষণ দিয়েছে। কোভিড-১৯ ভ্যাকসিন সংরক্ষণ ও সারা দেশে কোল্ড চেইন বজায় রেখে ভ্যাকসিন সরবরাহ সুবিধা দিতে ১৮টি কোল্ড চেইন ফ্রিজার ট্রাক দান করেছে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশকে আরও ১৮ লাখ ডোজ ফাইজারের টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র

আপডেটের সময় ০৬:২০:৩০ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১

ঢাকা: বাংলাদেশকে আরও ১৮ লাখ ডোজ ফাইজারের করোনা টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশকে মোট ১ কোটি ৬৮ লাখ ডোজ টিকা দিয়েছে ইউএসএ।

বুধবার (২৪ নভেম্বর) ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এই নতুন ডোজ বাংলাদেশকে ১২ বছর বা তদূর্ধ্ব বয়সীদের টিকাদান অব্যাহত রাখার এবং ভ্যাকসিন গ্রহণে সক্ষম জনসংখ্যার ৪০ শতাংশকে ২০২১ সালের শেষ নাগাদ ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে সরকারের প্রচেষ্টার সহায়ক হবে। কোভিড মোকাবিলায় নেতৃত্ব দিতে ২০২২ নাগাদ বিশ্বব্যাপী বিনামূল্যে ১০০ কোটি ডোজ ভ্যাকসিন প্রদানে যুক্তরাষ্ট্রের বৃহত্তর অঙ্গীকারের অংশ হিসেবে ফাইজারের এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জাতীয় কোভিড-১৯ টিকাদান কার্যক্রমে সহযোগিতা দিতে এবং মহামারি প্রতিরোধ জোরদারে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এ লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপদ ও যথাযথভাবে টিকাদান কার্যক্রম পরিচালনায় ৬ হাজার ৮০০ জনের বেশি স্বাস্থ্যসেবার পেশাদারকে প্রশিক্ষণ দিয়েছে। কোভিড-১৯ ভ্যাকসিন সংরক্ষণ ও সারা দেশে কোল্ড চেইন বজায় রেখে ভ্যাকসিন সরবরাহ সুবিধা দিতে ১৮টি কোল্ড চেইন ফ্রিজার ট্রাক দান করেছে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ