ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর :পিরোজপুরে ইউপি নির্বাচনে সহিংসতায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এবং পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ (৩০) কে গুলি করে হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ছাত্রলীগ।
রোববার (২১ নভেম্বর) দুপুরে জেলা টাউন ক্লাব মাঠ থেকে জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব সড়কে সমাবেশের আয়োজন করেন। এতে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বারী তালুকদার জয়েন, জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সৈয়দ মাঈন,সরকারী সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সাবেক জিএস সাব্বির আহম্মেদ, সদস্য হাফিজুর রহমান জুম্মান, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইমতিয়াজ শুভ সহ জেলা, পৌর ও বিভিন্ন উপজেলা ছাত্রলীগের অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা বলেন, ‘শুভ ভাই আজ আমাদের মাঝে নাই। শুভ ভাইয়ের পরিবার তাদের প্রিয় সন্তানকে হারিয়েছে। আমরা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ আমাদের রাজপথের একজন সৈনিককে হারিয়েছি।হারানোর ক্ষতি আওয়ামীলীগ ও শুভ ভাইয়ের পরিবার ছাড়া আর কেউ বুঝবে না। আর যেনো কারো মায়ের বুক খালি না হয়। এ সময় হত্যাকারীদের দ্রুত কঠোর বিচারের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানায় বক্তারা’।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর জেলার সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারনা শেষে
সাবেক ভিপি ফয়সাল মাহাবুব শুভ শহরের ফিরছিলেন। ওই রাতের সাড়ে ৭টার দিকে তিনি সহ কয়েকজনে ওই ইউনিয়নের শংকরপাশা মল্লিক বাড়ি সংলগ্ন বাসষ্ট্যান্ডে পৌঁছলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ওই হামলার সাথে ওই ইউনিয়নের আ’লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাও. নাছির উদ্দিন মাতুব্বরকে দায়ী করে মামলা দায়ের করেন আ’লীগের প্রার্থী মো. তোফাজ্জেল হোসেন স্বপন মল্লিকের ভাই। ওই রাতে গুলি ও হামলায় উভয় গ্রুপের ৮ নেতা-কর্মী গুরুতর আহত হন। গুরুতর আহত যুবলীগ নেতা শুভকে খুলনা ও পরে ঢাকায় নেয়া হলে গত ১৮ নভেম্বর রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এ ঘটনায় জেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বিদ্রোহী প্রার্থী মাও. নাছির উদ্দিন মাতুব্বরকে দলীয় পদ থেকে অব্যহতি দেয়া হয়। ওই হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে তাকে (নাছির মাতুব্বর) সহ তার ৯ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
গত ১১ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের নির্বাচনে ওই ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আ’লীগ মনোনীত প্রার্থী তোফাজ্জেল হোসেন স্বপন মল্লিক।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস