ভিয়েনা ০১:৪১ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে যুবলীগ নেতাকে গুলিকরে হত্যার বিচারের দাবীতে শহরে ব্যবসায়ীদের ধর্মঘট; বিক্ষোভ মিছিল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
  • ১৭ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুরে নির্বাচনী সহিংসতায় গুলি করে পৌর যুবলীগের সাধারন সম্পাদক ফয়সাল মাহবুব শুভর  হত্যার বিচারের দাবীতে পৌর  শহরের ব্যবসায়ী ধর্মঘট পালন করছেন।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল থেকে   শহরের এ ধর্মঘট পালন করা হয়। এ সময় সকল ধরনের ব্যবসা ও কাঁচা বাজার বন্ধ রাখা হয়েছে।এ ছাড়া একই দিন সকালে শুভ’র হত্যার বিচারের দাবীতে  আ’লীগ ও  অঙ্গ সংগঠনের একাংশ বিক্ষোভ মিছিল ও পথ সভার আয়োজন করেন।

ব্যবসায়ীরা জানান, শুভ হত্যার বিচারের দাবীতে সকাল থেকে শুরু হওয়া এ ধর্মঘট সন্ধ্যা পর্যন্ত চলবে। জেলা ব্যবসায়ী সমিতির  সাধারন সম্পাদক গোলাম মাওলা নকীব জানান, নিহত শুভ ছিলেন ব্যবসায়ীদের একজন হিতাকাঙ্খী।তাই  ব্যবসায়ীরা নিজস্ব উদ্যোগে শুভ হত্যার বিচারের দাবীতে সকাল থেকে এ ধর্মঘট পালন করছেন।

জানা  গেছে, গত ০৭ নভেম্বর  রাতে  জেলার সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের প্রার্থী মো. তোফজ্জেল হোসেন স্বপন মল্লিকের নির্বাচনী প্রচারনা করে শহরে ফিরছিলেন।এ সময় ওই এলাকার মল্লিক বাড়ি বাসষ্ট্যান্ড সংলগ্ন স্থানে পৌঁছলে তাকে লক্ষ্য  করে গুলি ছোড়া হয়।এতে তিনি (শুভ) গুরুতর আহত হন। ওই  হামলায়  প্রতিপক্ষের স্বতন্ত্র প্রার্থী জেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাও. নাছির উদ্দিন ও তার কর্মীদের  জড়িত থাকার অভিযোগ করেন একই ইউনিয়নের নৌকা প্রাতীকের প্রার্থী।

এ সময় হামলায় উভয় গ্রুপের ৮ কর্মী গুরুতর আহত হন। নিহত ফয়সার মাহাবুব শুভ পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এবং  পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও  সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি ও জিএস ছিলেন।

এদিকে শুভর মৃত্যু সংবাদের পর শহরের নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে।মোতায়েন করা হয়েছে অতিরিক্তি পুলিশ।পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আ,জ.ম মাসুদুজ্জামান জানান, ওই হত্যাকান্ডের জেরে যাতে শহরে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ দিকে মঙ্গলবার সকাল ১১টায়   ওই হত্যার বিচারের দাবীতে আওয়ামীলীগ ও অংগ সংগঠনের  একাংশের উদ্যোগে নেতা কর্মীরা শহরে এক বিক্ষোভ মিছিল ও পথ সভার আয়োজন করেন। এতে  বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক মো. জিয়াউল হাসান গাজী,   সাংগঠনিক সম্পাদক মো. আক্তারুজ্জামান মানিক, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বিপ্লব, পৌর কাউন্সিলর সাদুল্লাহ লিটন প্রমুখ।

শুভর মৃত্যুতে  গাভীর শোক জানিয়েছেন পিরোজপুর-১ আসনের এমপি  মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এ্যাডভোকেট শ ম রেজাউল করিম, কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল সহ সংগঠনের নেতারা।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে যুবলীগ নেতাকে গুলিকরে হত্যার বিচারের দাবীতে শহরে ব্যবসায়ীদের ধর্মঘট; বিক্ষোভ মিছিল

আপডেটের সময় ১১:৫৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুরে নির্বাচনী সহিংসতায় গুলি করে পৌর যুবলীগের সাধারন সম্পাদক ফয়সাল মাহবুব শুভর  হত্যার বিচারের দাবীতে পৌর  শহরের ব্যবসায়ী ধর্মঘট পালন করছেন।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল থেকে   শহরের এ ধর্মঘট পালন করা হয়। এ সময় সকল ধরনের ব্যবসা ও কাঁচা বাজার বন্ধ রাখা হয়েছে।এ ছাড়া একই দিন সকালে শুভ’র হত্যার বিচারের দাবীতে  আ’লীগ ও  অঙ্গ সংগঠনের একাংশ বিক্ষোভ মিছিল ও পথ সভার আয়োজন করেন।

ব্যবসায়ীরা জানান, শুভ হত্যার বিচারের দাবীতে সকাল থেকে শুরু হওয়া এ ধর্মঘট সন্ধ্যা পর্যন্ত চলবে। জেলা ব্যবসায়ী সমিতির  সাধারন সম্পাদক গোলাম মাওলা নকীব জানান, নিহত শুভ ছিলেন ব্যবসায়ীদের একজন হিতাকাঙ্খী।তাই  ব্যবসায়ীরা নিজস্ব উদ্যোগে শুভ হত্যার বিচারের দাবীতে সকাল থেকে এ ধর্মঘট পালন করছেন।

জানা  গেছে, গত ০৭ নভেম্বর  রাতে  জেলার সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের প্রার্থী মো. তোফজ্জেল হোসেন স্বপন মল্লিকের নির্বাচনী প্রচারনা করে শহরে ফিরছিলেন।এ সময় ওই এলাকার মল্লিক বাড়ি বাসষ্ট্যান্ড সংলগ্ন স্থানে পৌঁছলে তাকে লক্ষ্য  করে গুলি ছোড়া হয়।এতে তিনি (শুভ) গুরুতর আহত হন। ওই  হামলায়  প্রতিপক্ষের স্বতন্ত্র প্রার্থী জেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাও. নাছির উদ্দিন ও তার কর্মীদের  জড়িত থাকার অভিযোগ করেন একই ইউনিয়নের নৌকা প্রাতীকের প্রার্থী।

এ সময় হামলায় উভয় গ্রুপের ৮ কর্মী গুরুতর আহত হন। নিহত ফয়সার মাহাবুব শুভ পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এবং  পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও  সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি ও জিএস ছিলেন।

এদিকে শুভর মৃত্যু সংবাদের পর শহরের নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে।মোতায়েন করা হয়েছে অতিরিক্তি পুলিশ।পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আ,জ.ম মাসুদুজ্জামান জানান, ওই হত্যাকান্ডের জেরে যাতে শহরে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ দিকে মঙ্গলবার সকাল ১১টায়   ওই হত্যার বিচারের দাবীতে আওয়ামীলীগ ও অংগ সংগঠনের  একাংশের উদ্যোগে নেতা কর্মীরা শহরে এক বিক্ষোভ মিছিল ও পথ সভার আয়োজন করেন। এতে  বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক মো. জিয়াউল হাসান গাজী,   সাংগঠনিক সম্পাদক মো. আক্তারুজ্জামান মানিক, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বিপ্লব, পৌর কাউন্সিলর সাদুল্লাহ লিটন প্রমুখ।

শুভর মৃত্যুতে  গাভীর শোক জানিয়েছেন পিরোজপুর-১ আসনের এমপি  মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এ্যাডভোকেট শ ম রেজাউল করিম, কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল সহ সংগঠনের নেতারা।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস