শহিদুল ইসলাম জামাল, চরফ্যাসন(ভোলা): চরফ্যাসনে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের হলরুমে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বেলা ১১টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আল নোমান এর সভাপতিত্বে, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবু হাসনাইন, অধ্যক্ষ আবুল হাসেম মহাজন সহ উপজেলার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকগন উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আবু হাসনাইন জানান, উপজেলার ১০ হাজার ১৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে জনপ্রতি ড্যাপ সার ১০ কেজি ওএমপি সার ১০ কেজি এবং গম ১হজার ৯০০ জন,ভুট্টা ৭৮০ জন সরিষা ১হাজার৫২০জন, সূর্যমুখী ১হাজার ৮০জন, চীনাবাদাম ১হাজার৬৪০ জন, মুগ২,হাজার ২০০জন এবং খেসারী ১হাজার ৩০জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিতরন করা হবে।
ভোলা/ইবিটাইমস