
অস্ট্রিয়ায় কি সমগ্র দেশের জন্য অভিন্ন করোনা বিধিনিষেধ আসছে ?
করোনার নতুন প্রাদুর্ভাবে কঠোর বিধিনিষেধ আসলেও স্কুল খোলা রাখার সিদ্ধান্ত ইউরোপ ডেস্কঃ আজ ভিয়েনায় অস্ট্রিয়ার বর্তমান করোনা পরিস্থিতি সম্পর্কে এক যৌথ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রী ডা.ভল্ফগাং মুকস্টাইন (গ্রিনস) এবং শিক্ষামন্ত্রী হাইঞ্জ ফ্যাসমান (ÖVP)। বর্তমানে সরকার করোনার চতুর্থ প্রাদুর্ভাবে হাসপাতালের আইসিইউ বেডের রোগীর উপর ভিত্তি করে করোনার মোকাবেলার ৫ ধাপের বিধিনিষেধ বা কর্মসূচি ঘোষণা…