
অস্ট্রিয়া-হাঙ্গেরি সীমান্তে দুই অভিবাসন শরণার্থীর মৃতদেহ উদ্ধার
অস্ট্রিয়ার পূর্বাঞ্চলের বুর্গেনল্যান্ড-হাঙ্গেরিয়ান সীমান্তে একটি মিনিবাসে দুইজন শরণার্থীকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে বুর্গেনল্যান্ড রাজ্য পুলিশ প্রশাসন ইউরোপ ডেস্কঃ সংবাদ সংস্থা এপিএ জানায় আজ মঙ্গলবার ১৯ অক্টোবর অস্ট্রিয়ার পূর্বে বুর্গেনল্যান্ড-হাঙ্গেরি সীমান্তে একটি মিনিবাসে দুইজন শরণার্থীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। বুর্গেনল্যান্ড রাজ্য পুলিশ বিভাগের একজন মুখপাত্র অস্ট্রিয়ার জনপ্রিয় দৈনিক Kronen Zeitung -এর সাথে এক ভার্চুয়াল…