ভিয়েনা ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে মা-বাবা-ছেলের মরদেহ উদ্ধার, এক ছেলে আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
  • ২০ সময় দেখুন

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলার নিজ বাড়ি থেকে বৃহস্পতিবার সকালে এক দম্পতি ও তাদের ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন জানিয়েছেন, এ ঘটনায় ওই দম্পতির বড় ছেলে সাদ্দামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নিহতরা হলেন- মো. মোস্তফা সওদাগর (৭০), তার স্ত্রী জোৎস্না আক্তার (৫০) এবং তাদের ছেলে আহমেদ হোসেন (২৫)।

হেলাল উদ্দিন জানান, ওই দম্পতির বাড়ি জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় গ্রামে। স্থানীয়রা আজ ভোরে তাদের ৩ জনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। দম্পতির বড় ছেলে সাদ্দাম এটিকে ডাকাতির ঘটনা বলে দাবি করছেন। কিন্তু পুলিশ ডাকাতির কোন চিহ্ন খুঁজে পায়নি।

তিনি আরও বলেন, আমরা সাদ্দামকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছি। পারিবারিক কলহের ফলে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।’

চট্টগ্রাম/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চট্টগ্রামে মা-বাবা-ছেলের মরদেহ উদ্ধার, এক ছেলে আটক

আপডেটের সময় ০৬:৩২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলার নিজ বাড়ি থেকে বৃহস্পতিবার সকালে এক দম্পতি ও তাদের ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন জানিয়েছেন, এ ঘটনায় ওই দম্পতির বড় ছেলে সাদ্দামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নিহতরা হলেন- মো. মোস্তফা সওদাগর (৭০), তার স্ত্রী জোৎস্না আক্তার (৫০) এবং তাদের ছেলে আহমেদ হোসেন (২৫)।

হেলাল উদ্দিন জানান, ওই দম্পতির বাড়ি জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় গ্রামে। স্থানীয়রা আজ ভোরে তাদের ৩ জনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। দম্পতির বড় ছেলে সাদ্দাম এটিকে ডাকাতির ঘটনা বলে দাবি করছেন। কিন্তু পুলিশ ডাকাতির কোন চিহ্ন খুঁজে পায়নি।

তিনি আরও বলেন, আমরা সাদ্দামকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছি। পারিবারিক কলহের ফলে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।’

চট্টগ্রাম/ইবিটাইমস/এমএইচ