ভিয়েনায় বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রিয়া’র উদ্যোগে শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উদযাপন

নিউজ ডেস্কঃ যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উদযাপন করেন বঙ্গবন্ধু পরিষদ ভিয়েনা অস্ট্রিয়া’র। বঙ্গবন্ধু পরিষদ ভিয়েনা অস্ট্রিয়া’র সভাপতি রবিন মোহাম্মদ আলী’র সভাপতিত্বে ২৮ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার, স্হান  Restaurant: COLALA, Engerthstrasse 159.  1020 Vienna, হলরুমে. বিকাল ৫.৩০মিনিটে সূচনা হয় ।

সভাপতি রবিন মোহাম্মদ আলী’ বলেন, শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন ১৯৮১ সালে। মানুষকে মুক্তির দিশা দিতে পারেন, এমন একজন মানুষের বড় প্রয়োজন ছিল তখন। ওই সময়ের একমাত্র দাবি ছিল সেটাই। শুধু সময়ের দাবি মেটাতেই নয়, মুক্তিকামী মানুষকে নতুন করে মুক্তির দিশা দিতেই তিনি ফিরে এসেছিলেন এই বাংলায়। ১৯৯৬ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হলেন তিনি। এই সময়ে শেখ হাসিনা ও তাঁর সরকারের সবচেয়ে বড় দুটি সাফল্য বা অর্জন ছিল পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি এবং ভারতের সঙ্গে স্বাক্ষরিত গঙ্গার পানিবণ্টন চুক্তি।

বাংলাদেশের ইতিবাচক পরিবর্তনের অগ্রনায়ক তিনি। তাঁকে ঘিরেই সুন্দর আগামীর স্বপ্ন দেখে বাংলাদেশ। তিনি যেমন চেনেন বাংলার শ্যামল প্রকৃতি, তেমনি বাংলার মানুষ চেনে তাঁকে। বাঙালির সঙ্গে নিবিড় যোগসূত্র তাঁর জন্মান্তরের। দেশের মানুষের আস্থা ও অস্তিত্বে তাঁর স্থায়ী আসন। অমৃতের সন্তান শেখ হাসিনাকে তাঁর জন্মদিনে সশ্রদ্ধ প্রণতি।আমরা জানাই জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা, আমরা দোয়া করি আল্লাহ ওনাকে আরও অনেক দিন সুস্থ ভাবে বাচিয়ে রেখে বাংলাদেশের মানুষের খেদমত করার সুযোগ করে দিন এবং জাতির পিতার সোনার বাংলা বির্নিমানে আজীবন কাজ করে যেতে পারেন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন। তিনি বলেন উন্নয়ন ও অগ্রযাত্রার নেত্রী, মানবতার মা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে নিরলস প্রচেষ্টায় দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। হাজার বছর ধরে এই সৌভাগ্যময় দিনটি সবার মাঝে বারে বারে ফিরে আসুক

সংগঠনের সাধারণ সম্পাদক বিকাশ ঘোষ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কনস্যুলেট আনস্ট গ্রাফট ও বিশেষ অতিথির অস্ট্রিয়ান আন্তর্জাতিক সাংস্কৃতিক সমিতির সভাপতি ম্যাজিস্ট্রেট ইভা জেমান।

এ সময় আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা নিরঞ্জন হাওলাদার, সাধারণ সম্পাদক বিকাশ ঘোষ,  যুগ্ন-সাধারন সন্পাদক মোহাম্মদ নূর, সাংস্কৃতিক সম্পাদক নুসরাত সুলতানা মিষ্টি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিশ্বজিৎ ঘোষ, শিল্পী কাজী ইকবাল, প্রমুখ। জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী শ্রদ্ধা জানিয়ে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী নাহিদ সুমি খাঁন, শিল্পী মালিহা, তবলায় বিশ্বজিৎ ঘোষ । শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনাসহ জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়, দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন রবিন মোহাম্মদ আলী।

উপস্হিত সবাই এবং শিশুদেরকে সাথে নিয়ে কেক কাটা হয়, অনুষ্ঠানের শেষে আপ্যায়নের মাধমে সমাপ্তি ঘোষণা করা হয় ।

নি ডে/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »