
গভীর সঙ্কটে অস্ট্রিয়ার রাজনৈতিক পরিস্থিতি,সরকার প্রধান সেবাস্তিয়ান কুর্জের রাষ্ট্রপতির সাথে সাক্ষাত
অস্ট্রিয়ার জাতীয় সংসদের বিরোধীরা সরকার প্রধান সেবাস্তিয়ান কুর্জকে মঙ্গলবার পর্যন্ত পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছেন, বর্তমানে গভীর সংকটে ÖVP ও Green পার্টির কোয়ালিশন সরকার। কোয়ালিশন সরকারের অংশীদার গ্রিন পার্টি থেকে ইতিমধ্যেই সেবাস্তিয়ান কুর্জ ও তার দল ÖVP এর দুর্নীতির ঘটনা প্রকাশিত হওয়া অস্বস্তি প্রকাশ করা হয়েছে। এদিকে আজ বিকালে অস্ট্রিয়ার…