ঝালকাঠি প্রতিনিধি: করোনা পরিস্থিতিজনিত কারনে বছর ব্যাপি বন্ধ থাকা ক্রীড়াঙ্গনকে আবারও মুখরিত ও প্রাণ ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে। এই মাসেই অসমাপ্ত ফুটবল লীগ ও হ্যান্ডবল লীগ শুরু হচ্ছে এবং নভেম্বর মাস থেকে ক্রিকেট ও ফুটবল সহ অন্যান্য খেলাধুলা ধারাবাহিকতা বজায় রেখে চালু হচ্ছে। মঙ্গলবার রাতে জেলা ক্রীড়া সংস্থার ক্রীড়াভবনে করোনা পরিস্থিতির কারনে ৮ মাস পরে কার্যনিবার্হি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: জোহর আলীর সভাপত্বিতে এই সংস্থার সহসভাপতি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন এবং ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার এএসপি সদর সার্কেল প্রশান্ত কুমার দে ও সদর থানার অফিসার ইনচার্জ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সভায় জেলা ক্রীড়া সংস্থার কার্যনিবার্হি কমিটির ৫ সদস্য জনপ্রতিনিধি নিবার্চিত হওয়ায় তাদেরকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। এদের মধ্যে সংস্থার সহ সভাপতি তরুন কর্মকার ও হাবিবুর রহমান হাবিল ও ঝালকাঠি পৌরসভার কাউন্সিলর নিবার্চিত হয়েছেন। সহ যুগ্ম সম্পাদক আবু সাইদ খান কেওড়া ইউপি চেয়্যারম্যান ও নির্বাহি সদস্য মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিক এবং নির্বাহি সদস্য ইসরাত জাহান সোনালি সদর উপজেলা ভাইস চেয়্যারম্যান নির্বাচিত হয়েছেন।
সভায় ঝালকাঠির শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গির স্টেডিয়ামে মাটি ভরাট করার জন্য ৩ লক্ষাধিক টাকাখরচ এর বিল অনুমোদনসহ রিমন নামের একজন খেলোয়ারকে চিকিৎসার জন্য ১০ হাজার টাকার আর্থিক সহয়তা অনুমোদন করা হয়।

অন্যদিকে জানাযায়, ডিজিটাল নিরাপত্তা মামলায় ঝালকাঠিতে সাংবাদিক আক্কাস সিকদারের ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়েছেন ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তরের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট আক্কাস সিকদার।
বুধবার দুপুরে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক এ এইচ এম ইমরানুর রহমান এ জামিন মঞ্জুর করেন। আক্কাস সিকদারের পক্ষে জামিন শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট নাসির উদ্দিন কবির, অ্যাভোকেট শামীম বাবু ও অ্যাডভোকেট ফয়সাল খান।
মামলার বিবরণে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে কমেন্ট করায় গত ২৮ জুলাই রাতে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকা বাদী হয়ে সাংবাদিক আক্কাস সিকদারের নামে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। গত ২৬ আগস্ট হাইকোট আক্কাস সিকদারকে ছয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এই সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার বা হয়রানি না করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়।
বাধন রায়/ ইবিটাইমস/ এম আর