ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুরে পল্লব রায় (২৪)নামের এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছেন সংগঠনের প্রতিপক্ষের কর্মীরা।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিরোজপুর পৌর শহরের পুরাতন সিও অফিস সংলগ্ন ব্রীজের কাছে। এতে গুরুতর আহত ওই ছাত্রলীগ নেতাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ওই ছাত্রলীগ নেতা জেলার নাজিরপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য।
প্রত্যক্ষদর্শী নাজিরপুর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস জানান, মঙ্গলবার সন্ধ্যায় ওই পল্লব রায় ও তিনি (চঞ্চল) একই মোটর সাইকেলে করে পিরোজপুর থেকে নাজিরপুরে যাচ্ছিলেন।এ সময় পৌর শহরের পুরাতন সিও অফিস (বর্তমান উপজেলা পরিষদ) এর সামনের ব্রীজে পৌঁছলে সেখানে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা প্রায় ২০-২৫ জন যুবক তাদের মোটর সাইকেল থামিয়ে ছাত্রলীগ নেতা পল্লব রায়কে টেনে হিঁচরে নিয়ে যায়। পরে তাকে কুপিয়ে, পিটিয়ে ও মারধর করে অচেতন করে ফেলে রেখে যায়।
জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সাকিল সরোয়ার জানান, ওই যুবককের মাথায় আঘাতে রক্তাক্ত হয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নি রয়েছে।তবে তিনি আশংকা মুক্ত্ দলীয় একটি সূত্রে জানা গেছে, দলীয় কোন্দলের জেরে ওই পল্লব রায়কে মারধর করা হয়েছে।
সম্প্রতি নাজিরপুরের ছাত্রলীগের ৩ নেতাকে দলীয় পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে।এ ঘটনায় জেলা ছাত্র্র্রলীগের সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোষ্ট দেন।ওই পোষ্টে তিনি (পল্লব রায়) ‘পিরোজপুর পৌর ছাত্রলীগের সভাপতি বিবাহিত আপনি একটু খেয়াল রাইখেন’ বলে মন্তব্য করেন।
এ ব্যাপারে পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আজম মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস