
অস্ট্রিয়ার সরকার প্রধানকে ইবিজা (Ibiza) দুর্নীতিতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার সন্দেহে বিচারকের জিজ্ঞাসাবাদ
ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার ক্ষমতাসীন দল পিপলস পার্টি(ÖVP) এর পক্ষ থেকে আজ জানানো হয়েছে তাদের দলের ও সরকার প্রধান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জকে সেপ্টেম্বরের প্রথম দিকেই একজন বিচারক প্রায় পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছেন। অস্ট্রিয়ার জনপ্রিয় দৈনিক পত্রিকা Kronen Zeitung জানান, ইবিজা-ইউ-কমিটিতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার সন্দেহে চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ (ÖVP) কে কখন জিজ্ঞাসাবাদ করা হবে তা নিয়ে দীর্ঘদিন…