বিমান ভবিষ্যতে ঢাকা-নিউইয়র্ক রুটে আবার ফ্লাইট চালু করবে : পররাষ্ট্রমন্ত্রী

নিউইয়র্ক প্রতিনিধি: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন আশা প্রকাশ করেছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভবিষ্যতে ঢাকা-নিউইয়র্ক রুটে ফ্লাইট চলাচল কার্যক্রম পুনরায় শুরু করবে।

তিনি বলেন, “আমরা আশা করি ভবিষ্যতে বিমান ঢাকা-নিউইয়র্ক রুটে আবার কার্যক্রম শুরু করবে।”

নিউইয়র্ক প্যালেসে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, “সুখবর হচ্ছে যে, তারা বিমানকে অবতরণের অনুমতি দিয়েছে। সুতরাং আমি আশা করি বিমান ভবিষ্যতে ঢাকা-নিউইয়র্ক রুটে তার কার্যক্রম শুরু করতে যাচ্ছে।”

তিনি আরো বলেন, এছাড়া যুক্তরাষ্ট্রের ফেডারেশন এভিয়েশন অথরিটির সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। “এটি আশাবাদী হওয়ার কারণ।”
তিনি বলেন, ঢাকা-নিউইয়র্ক রুটে বিমান চলাচল বেশ কয়েক বছর ধরে স্থগিত রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রী বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে বিমান বহরে অনেকগুলো আধুনিক ও সর্বশেষ মডেলের উন্নত বিমান যুক্ত করা হয়েছে।

মোমেন বলেন, “বিমানের এই রুটটি চালু হলে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশীরা খুব খুশি হবেন।”

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »