হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচঙ্গে নদীতে মাছ ধরতে গিয়ে মোশারফ চৌধুরী (২০) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। রোববার সকাল ৯টায় উপজেলার প্রতাপপুর এলাকার পার্শ্ববর্তী খোয়াই নদীতে নৌকা দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় সে।
এরপর থেকে বানিয়াচং থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাণপণ চেষ্ঠা চালিয়েও তার কোন খোঁজ পাচ্ছে না। আর এতে করে উদ্বগ-উৎকন্ঠার মধ্যে দিয়ে সময় পার করছেন তার স্বজনরা। নিখোঁজ মোশারফ চৌধুরী ওই গ্রামের আব্দুর রহমান চৌধুরীর পুত্র ।
বানিয়াচং থানার (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, মোশারফ চৌধুরী নামে ওই যুবক বাড়ির পার্শ্ববর্তী নদীতে একটি নৌকা দিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার এক পর্যায়ে সে নৌকা থেকে অসাবধানতা বশত নদীতে পড়ে তলিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিস এসে অনেক খোজাখুজি করেও তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি। ওসি বলেন, মোশারফকে খোঁজা অব্যাহত রয়েছে। ডুবুরিবারও খোঁজ করছে।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস/এম আর