ভিয়েনা ০৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি’র ৪০ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
  • ১৫ সময় দেখুন

ঢাকা: বিস্ফোরক দ্রব্য আইনে রামপুরা থানায় দায়ের করা মামলায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান আমানুল্লাহ আমানসহ ৪০ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ঢাকার একটি ট্রাইব্যুনাল। এই মামলায় আমান এবং আরও ৩৪ জন বর্তমানে জামিনে আছেন।

সোমবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৬-এর বিচারক ফতেমা ফেরদৌস অভিযুক্তদের কাছে অভিযোগগুলো পড়ে শোনানোর পর ন্যায়বিচারের দাবি করেন আমানুল্লাহ আমান।

এর আগে, মারা যাওয়ার কারণে ট্রাইব্যুনাল শফিউল বারী বাবুকে অভিযোগ থেকে অব্যাহতি দেন।

বিচারক মামলার বিচার কাজ শুরু করতে ২৯ অক্টোবর দিন ধার্য করেছেন।

আসামিদের মধ্যে আছেন- বরকতউল্লাহ বুলু, হাবিব উন নবী খান সোহেল, মীর সরাফাত আলী সাফু, আজিজুল বারী হেলাল, হালিমা রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শওকত মাহমুদ, তার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও রাজীব আহসান প্রমুখ।

রাষ্ট্রপক্ষের মতে, অভিযোগ করা হয়- ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ৪০-৪৫ জন অজ্ঞাতপরিচয় বিএনপি-জামাত-শিবির কর্মী তাদের ধর্মঘটের সমর্থনে মালিবাগের ডিআইটি রোডে ন্যাশনাল ব্যাংকের সামনে একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে। একইদিনে রামপুরা থানার এসআই বাবুল শরীফ বিএনপি’র শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলার তদন্ত শেষে রামপুরা থানার সাব-ইন্সপেক্টর আশরাফুল আলম ২০১৮ সালের ১৮ জানুয়ারি বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে ৪১ জন বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএনপি’র ৪০ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন

আপডেটের সময় ০৭:৪২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১

ঢাকা: বিস্ফোরক দ্রব্য আইনে রামপুরা থানায় দায়ের করা মামলায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান আমানুল্লাহ আমানসহ ৪০ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ঢাকার একটি ট্রাইব্যুনাল। এই মামলায় আমান এবং আরও ৩৪ জন বর্তমানে জামিনে আছেন।

সোমবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৬-এর বিচারক ফতেমা ফেরদৌস অভিযুক্তদের কাছে অভিযোগগুলো পড়ে শোনানোর পর ন্যায়বিচারের দাবি করেন আমানুল্লাহ আমান।

এর আগে, মারা যাওয়ার কারণে ট্রাইব্যুনাল শফিউল বারী বাবুকে অভিযোগ থেকে অব্যাহতি দেন।

বিচারক মামলার বিচার কাজ শুরু করতে ২৯ অক্টোবর দিন ধার্য করেছেন।

আসামিদের মধ্যে আছেন- বরকতউল্লাহ বুলু, হাবিব উন নবী খান সোহেল, মীর সরাফাত আলী সাফু, আজিজুল বারী হেলাল, হালিমা রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শওকত মাহমুদ, তার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও রাজীব আহসান প্রমুখ।

রাষ্ট্রপক্ষের মতে, অভিযোগ করা হয়- ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ৪০-৪৫ জন অজ্ঞাতপরিচয় বিএনপি-জামাত-শিবির কর্মী তাদের ধর্মঘটের সমর্থনে মালিবাগের ডিআইটি রোডে ন্যাশনাল ব্যাংকের সামনে একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে। একইদিনে রামপুরা থানার এসআই বাবুল শরীফ বিএনপি’র শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলার তদন্ত শেষে রামপুরা থানার সাব-ইন্সপেক্টর আশরাফুল আলম ২০১৮ সালের ১৮ জানুয়ারি বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে ৪১ জন বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ