চরফ্যাসনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও শিক্ষাবৃত্তির চেক বিতরন

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাসন ( ভোলা): সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবন্ধী প্রকল্পের আওতায় ১০৪জন প্রতিবন্ধী ও ৩১৯জন বেদে, দলিত, হরিজন ও অনগ্রসর শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণকালে প্রধান অতিথি হিসেবে এমপি জ্যাকব বক্তৃতা করেন ও চেক বিতরন করেন।

এমপি জ্যাকব বলেন, ‘বিশেষ শ্রেণীর কল্যাণে জাতির পিতার কন্যা শেখ হাসিনার সরকার ছাড়া এ অসহায় মানুষের পাশে বিগত দিনের কোনো সরকার দাড়ায়নি। বিগত আমলে শুধু দূর্নীতি লুটপাট বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড ছাড়া বিএনপি জামাতের জোট সরকার দেশের অসহায় নিরীহ মানুষের জন্য তাদের কোনো অবদান নেই। প্রধানমন্ত্রীর প্রতি এমপি জ্যাকব গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে আরও বলেন, ‘আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ শ্রেণীর জন্য ভাতা, পঙ্গু ভাতা, বিধবা ভাতাসহ হাজার হাজার কোটি টাকার ভাতা প্রদানের মধ্য দিয়ে অসহায় মেহনতি মানুষের পাশে এসে দাড়িয়েছেন।’

পরে প্রতিবন্ধী ফাউন্ডেশনের অর্থায়নে চরফ্যাসন উপজেলা পরিষদ চত্বরে ৪০জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ ও মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় উপজেলা মসজিদের জন্য পুকুরে বিভিন্ন দেশীয় মাছের পোনা অবমুক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, নির্বাহী কর্মকর্তা আল নোমান, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক জামাল মহাজন, পৌর মেয়র মোরশেদ, প্রেসক্লাব সভাপতি হাসেম মহাজন ও অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো, মারুফ হোসেন মিনার প্রমুখ।

চরফ্যাসন/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »