ঢাকা: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরো ছ’মাস বাড়ানো হয়েছে। রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, এক্ষেত্রে আগের শর্তগুলো বহাল থাকবে এবং দেশের বাইরে যেতে পারবেন না তিনি। আর স্থায়ী মুক্তির জন্য তাকে আদালতে যেতে হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
দুদকের মামলায় সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়া দুই বছরের বেশি সময় কারাভোগের পর ২০২০ সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে মুক্তি পান। প্রথম দফায় ছয় মাসের জন্য তাঁর সাজা স্থগিত করে সরকার।
পরে আরো দুই দফা মুক্তির মেয়াদ বাড়ায় সরকার। এরমধ্যে বেগম খালেদা জিয়া করোনা আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে চাকিৎসা নেন। বেগম জিয়ার মুক্তির জন্য তাঁর ছোট ভাই শামীম এস্কান্দার সরকারের কাছে একটি আবেদন করেছিলেন। তাতে আইন মন্ত্রণালয় যে অভিমত দিয়েছে সে আলোকেই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান স্বারাষ্ট্র মন্ত্রী।
আগে থেকেই তাঁকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। তবে তা নাকচ করা হয়। এজন্য আইনী বাধা আছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। ওই দিনই তাকে কারাগারে পাঠানো হয়। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তাকে কারাদণ্ড দেয় আদালত।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ