ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি একদিকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে অন্যদিকে বিদেশেও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্রে লিপ্ত। সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্ক পৌঁছার আগে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদের কড়া সমালোচনা করেন ওবায়দুল কাদের। বিএনপির এই ষড়যন্ত্রমূলক দুরভিসন্ধির তীব্র নিন্দা জানান তিনি। বলেন, অপরাজনীতির কারণে বিএনপি জনগণের আস্থা হারিয়ে ফেলেছে। ঘরোয়া সিরিজ বৈঠক করে বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে বলেও অভিযোগ তার। গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বিঘ্ন সৃষ্টি করতে বিএনপি নতুন কৌশলে ষড়যন্ত্র শুরু করেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ