ঢাকা: বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে জাতিসংঘের উদ্বেগ রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো।
রবিবার কুটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের এক অনুষ্ঠানে তিনি জানান, কোন দেশের নির্বাচন পদ্ধতি নিয়ে কাজ করার ম্যান্ডেট জাতিসংঘের নেই। তবে বাংলাদেশ চাইলে এখানকার নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা করতে প্রস্তুত তারা। তিনি বলেন, বাংলাদেশের মতো অনেক দেশেই নাগরিক অধিকার ভয়ংকরভাবে কমে এসেছে। এনিয়ে জাতিসংঘ উদ্বিগ্ন।
মিয়া সেপ্পো জানান, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে আন্তর্জাতিক মানে উন্নীত করে বাক স্বাধীনতা নিশ্চিত করতে আইনমন্ত্রীর সাথে বৈঠক করেছেন তিনি। মিয়া সেপ্পো আরো জানান, আফগানিস্তানে নতুন সংকট তৈরি হওয়ায়, সেটা বেশি দৃষ্টি পাবে। তবে রোহিঙ্গা ইস্যুও জাতিসংঘের গুরুত্বের তালিকায় রয়েছে। সাধারণ অধিবেশনে বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে জানান তিনি। নির্বাচন কমিশন গঠন বা নির্বাচন প্রক্রিয়া নিয়ে জাতিসংঘের কোন ভূমিকা থাকবে কিনা, এমন প্রশ্নে মিয়া সেপ্পো জানান, জাতিসংঘের এরকম কোন ম্যানডেট নেই। তবে আগের বছরগুলোর মতো সংশ্লিষ্টদের সাথে ডায়ালগের প্রয়োজন হলে করবে আন্তর্জাতিক সম্প্রদায়।
মিয়া সেপ্পো আরো জানান, আফগানিস্তানে নতুন সংকট তৈরি হওয়ায়, সেটা বেশি দৃষ্টি পাবে। তবে রোহিঙ্গা ইস্যুও জাতিসংঘের গুরুত্বের তালিকায় রয়েছে। সাধারণ অধিবেশনে বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে জানান তিনি।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ