ঢাকা: ই-কমার্সের নামে প্রতিনিয়ত প্রতারিত হওয়ায় গ্রাহকদের লোভ কমাতে জনস্বার্থে প্রচারণা চালাতে পরামর্শ দিয়েছেন হাইকোর্ট।
রবিবার ফোনালাপে আঁড়িপাতা বন্ধে রিটের এক শুনানিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ পরামর্শ দেন।
পরে আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেন, আঁড়িপাতা ও ফোনালাপ ফাঁসের ঘটনায় রিটের শুনানিতে আদালত স্বপ্রণোদিত হয়ে এসব কথা বলেন। তিনি জানান, দেশের মানুষ প্রতারণার শিকার হচ্ছেন বেশকিছু ই-কমার্স মার্কেট থেকে। ইভ্যালি ও ই-অরেঞ্জ নিয়ে কথা উঠলে আদালত জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দেন।
এদিকে, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেছেন, ই-কমার্স জনপ্রিয় মাধ্যম। কিছু অসাধু ব্যক্তির কারণে নষ্ট হচ্ছে। তিনি বলেন, এটি নিয়ে আইন তৈরি করতে হবে, নীতিমালা থাকতে হবে। প্রকিষ্ঠানগুলোর কাছ থেকে সিকিউরিটি নিতে হবে বাংলাদেশ ব্যাংককে, কেউ অভিযোগ করলে যেন ক্ষতিপূরণ পেতে পারে।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ