
অস্ট্রিয়ান পুলিশ ফোর্সে যোগ দিল আরও ১১ টি কুকুর ছানা
অস্ট্রিয়ান পুলিশ প্রশাসনের অনেক কঠিন মিশনে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার জনপ্রিয় দৈনিক পত্রিকা Kronen Zeitung জানিয়েছে আজ অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কার্ল নেহামার (ÖVP) এক অনাড়ম্ভর অনুষ্ঠানের মাধ্যমে ১১ টি কুকুর ছানা রাজধানী ভিয়েনায় পুলিশ প্রশাসনের ডগ ইউনিটের কাছে হস্তান্তর করেছেন। পত্রিকাটি।আরও জানায় এই এগারটি বেলজিয়ান ও হল্যান্ডের শেফার্ড…