ঢাকা: দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নির্ধারণে দলের মধ্যম সারির নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিএনপির শীর্ষ নেতারা।
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিকেল ৪টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্বে বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।
দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাদের মতামত জানতে মঙ্গলবার এই ধারাবাহিক বৈঠক শুরু হয়েছে। প্রথম দিন দলের ভাইস চেয়ারম্যান ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্যদের মতামত জেনেছেন তারেক রহমান। সাড়ে ৪ ঘণ্টার ওই বৈঠকে ২৮ জন নেতা তাদের মতামত দেন।
দ্বিতীয় দিনের বৈঠকে দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সহ সম্পাদক মিলে ৯৫ জন উপস্থিত ছিলেন।
বেশিরভাগ নেতারাই জানিয়েছেন বেগম জিয়ার মুক্তি ও নির্বাচন নিয়ে স্পষ্ট রোডম্যাপ চেয়েছেন তারা।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ