ঢাকা: বুধবার থেকে ছয় ঘন্টা করে বন্ধ হচ্ছে না সিএনজি স্টেশন। সিএনজি ওনার্স এসোসিয়েশনের তিন ঘন্টা বন্ধ রাখার প্রস্তাবের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে পেট্রোবাংলা।
মঙ্গলবার সিএনজি ওনার্স এসোসিয়েশনের সাথে বৈঠকে বসে পেট্রোবাংলা কর্তৃপক্ষ। বৈঠকে ছয় ঘন্টার বদলে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত – এই তিন ঘন্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার প্রস্তাব দেয় ওনার্স এসোসিয়েশন। এ বিষয়ে পেট্রোবাংলা ভবনে দেড় ঘন্টা আলোচনার পর অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পেট্রোবাংলা জানায়, বিশ্ববাজারে এলএনজির দাম বাড়ার কারনে আপাতত আমদানী কমিয়েছে বাংলাদেশ। চাহিদা মেটাতে সিএনজি স্টেশন রেশনিং করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অন্যদিকে ওনার্স এসোসিয়েশন বলছে, মোট গ্যাসের তিন দশমিক পাঁচ এক শতাংশ ব্যবহার হয় সিএনজি স্টেশনে। এই গ্যাস রেশনিং করে খুব বেশি চাহিদা মেটানো সম্ভব নয়।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ