ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে ১২ কোটি সমমূল্যের বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাসান আলী নামে একজন আটক করেছে বিমানবন্দর কৃর্তপক্ষ।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন তৌহিদ-উল হাসান জানান, সোমবার রাতে ৫৪ লাখ ৭৫ হাজার সৌদি রিয়াল ও ২০ হাজার সিঙ্গাপুরি ডলার জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের ফ্রেইটার হচ্ছে স্টার এক্সপ্রেস লাইন। রেডিমেড গার্মেন্টসের আড়ালে এই মুদ্রা পাচার হতে পারে বলে ধারণা তাদের।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ