ঢাকা: বিএনপির অবাধ মিথ্যাচার ফ্যাসিবাদি মানসিকতার অংশ- বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাসভবনে ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নিজেদের শাসনামলে বিএনপিই ফ্যাসিবাদ চর্চা করেছিলো। তাই সরকারকে ফ্যাসিবাদি বলার আগে বিএনপিকে আয়নায় নিজেদের চেহারা দেখার পরামর্শ তার। বলেন, সরকার দমন-পীড়নে বিশ্বাসী নয়। গঠনমূলক সমালোচনাকে আওয়ামী লীগ সবসময় স্বাগত জানায়।
কাদের বলেন, বিএনপি রাজনৈতিক দল হিসেবে গত ১৩ বছরে সরকারের একটি সফলতাও দেখতে পায়নি। শুধু কথিত ব্যর্থতাই দেখেছে বলে মত তার। উন্নয়ন দেখে বিএনপির গাত্রদাহ হয়। কর্মী-সমর্থকদের ধাঁধার মধ্যে রেখে বিএনপি নেতারা আসলে নিজেদের ব্যর্থতা আড়াল করতে চান বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ