ঢাকা: আগামী জাতীয় নির্বাচনের আসল চিত্র আড়াল করতে আগেভাগেই এক লাখ সোস্যাল অ্যাক্টিভিস্ট নিয়োগ দিচ্ছে সরকার, অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
মিরপুর এলাকার ছাত্রনেতা আনসার আলী খান জয়ের মৃত্যুবার্ষিকীতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
রুহুল কবির রিজভী বলেন, দ্বাদশ নির্বাচন নিয়ে এখনই নতুন ষড়যন্ত্রে নেমেছে সরকার। নির্বাচনের সঠিক চিত্র যেনো জনগণ দেখতে বা জানতে না পারে, এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করতে চাচ্ছে। এই সরকার যে নিরপেক্ষ নির্বাচন চাচ্ছে না, এটা তারই অংশ বলেও অভিযোগ করেন তিনি। দেশের মানুষ এই চক্রান্ত মেনে নেবে না বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ