ড. ইউনূসকে আদালতে হাজির হতে সমন জারি

ঢাকা: ড. ইউনূসসহ চার জনের বিরুদ্ধে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। রোববার ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান এ চারজনের নামে সমন জারি করেন।

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ফৌজদারি আইনে করা মামলায় ১২ অক্টোবরের মধ্যে আদালতে হাজির হতে এ সমন জারি করা হয়। গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনূস ছাড়াও সমন পাওয়া অন্য তিনজন হলেন, প্রতিষ্ঠানটির ব্যবস্থা পরিচালক আশরাফুল হাসান, বোর্ড পরিচালক নূর জাহান বেগম ও মো. শাহজাহান।

ঢাকার শ্রম আদালত থেকে জানানো হয়, শ্রম আইন লঙ্ঘন করে গ্রামীণ টেলিকমের একশ এক জন শ্রমিক -কর্মচারীকে স্থায়ী করার কথা থাকলেও তাদের স্থায়ী করা হয়নি। গঠন করা হয়নি শ্রমিকদের অংশগ্রহনের  তহবিল ও কল্যাণ তহবিল। এ ছাড়া কোম্পানির লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিকদের দেওয়ার কথা থাকলেও তা তাদের দেয়া হয়নি।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »