ঢাকা: জাল ভিসায় অস্ট্রেলিয়া পাঠানোর নামে প্রতারনার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি।
রাজধানীর বনশ্রী ও শাহজাহানপুর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় অস্ট্রেলিয়ায় পাঠানোর জাল কাগজপত্র।
সংবাদ সম্মেলনে সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন জানান, চক্রটি প্রতারনার মাধ্যমে ২৬জনের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। চক্রটির মূলহোতা অস্ট্রেলিয়া প্রবাসী উম্মে ফাতেমা রোজী নানা কৌশলে মানুষের বিশ্বাস অর্জন করে টাকা হাতিয়ে নেয়ার পর যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। রোজীর নামে বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে।
ইন্টারপোলের মাধ্যমে পলাতক রোজীকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানান সিআইডি কর্মকর্তারা।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ