
ভিয়েনা সিটি ম্যারাথনে ইথিওপিয়ার হুরিসা প্রথম হয়েও জুতার জন্য অযোগ্য ঘোষিত
দ্বিতীয় স্থান অধিকারী কেনিয়ার লিওনার্ড লাঙ্গাতকে ভিয়েনা সিটি ম্যারাথন ২০২১ এর বিজয়ী ঘোষণা স্পোর্টস ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ইথিওপিয়ার ম্যারাথন অ্যাথলেট ডেরেরা হুরিসা ভিয়েনা সিটি ম্যারাথন ২০২১ এর ফিনিশিং লাইন অতিক্রম করেও প্রথমস্থান অধিকার করেও জুতার মাপের জন্য অযোগ্য ঘোষিত হন। ম্যারাথন দৌড়ের জন্য আন্তর্জাতিক অ্যাথলেট কমিটির নির্ধারিত উচ্চতা ৪০ মিলিমিটার কিন্ত হুরিসার…