দেশে আজ করোনায় মৃত্যু ৮৯; মোট মৃত্যু ২৬,০১৫ জন

ঢাকা : দেশে গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন ৮৯ জন। আজ মৃতদের মধ্যে পুরুষ ৪১ ও নারী ৪৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ১৫ জনে ।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ২৭ হাজার ৯২১ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৯৪৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায়  শনাক্তের হার ১৪ দশমিক ১৪ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৮৮ লাখ ৬৯ হাজার ৩৯৩ জনের নমুনা পরীক্ষায় ১৪ লাখ ৯৩ হাজার ৫৩৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৬৬ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ১৫ হাজার ৬৯৭ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ৭৯ শতাংশ।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »