হবিগঞ্জ প্রতিনিধি: শনিবার উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচি ঘোষণা করা হয়।
এ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা মৎস্য কর্মকর্ত।
এসময় মৎস্য কর্মকর্তা বলেন, শায়েস্তাগঞ্জে মাছের ঘাটতি পূরণে বিশেষ পদক্ষেপ নেয়া হয়েছে। প্রয়োজনের তুলনায় উপজেলায় এখনো ১ হাজার ৬৫ মেট্রিক টন মাছের ঘাটতি রয়েছে। যেখানে চাহিদা ১ হাজার ৫৭০ মেট্রিক টনের বিপরীতে উৎপাদন হচ্ছে ৫ শ’ ৫ মেট্রিক টন মাছ।
পরিসংখ্যান বলছে, উপজেলায় সরকারি পুকুর আছে ১৬টি এবং বেসরকারি পুকুর আছে ৮২৪ টি। উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা জানান, ঘাটতি পূরণে বিল-নার্সারি কার্যক্রম, মাছ চাষ, উন্মুক্ত জলাশয়ে পোনা অবমুক্তি, আশ্রয়ন প্রকল্পের পুকুরে মাছ চাষ, মৎস্য অভয়াশ্রম রক্ষণাবেক্ষণ প্রভৃতি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরফলে উপজেলার উৎপাদনে প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
মোতাব্বির কাজল/ইবিটাইমস/আরএন