নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: খন্দকার মারুফকে সভাপতি এবং এ এস এম আসাফউদৌলাহ লিটনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জামালপুর জেলা সমিতি।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে পালকি চায়নিজ সেকশনে সংগঠনের এক সভায় নতুন এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সমিতির সাবেক সভাপতি মোর্শেদা জামান এবং সঞ্চালনা করেন সাবেক সভাপতি ফরিদ আলম।
নতুন কমিটির অপর সদস্যরা হলেন- সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মশিউর রহমান জাস্টিস, ভাইস প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান খোকন এবং আবুবকর সিদ্দিক। সিনিয়র সদস্য হয়েছেন রবিউল ইসলাম। কমিটির অন্য সদস্রদের তালিকা খুব শিগগিরই প্রকাশ করা হবে।
কমিটি গঠনের এ সভায় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, আব্দুস সামাদ আজাদ, সালেহ শফিক গেন্দা, আশরাফুজ্জামান, মোহাম্মদ সুরুজ্জামান, শাহ মো. এমরান খান শাহীন, ডিউক খান, আবু হায়াত মোস্তফা হেলাল, আশাফুদৌলাহ লিটন, শরিফুল ইসলাম মিন্টু, রফিকুল হাসান, খোকন তালুকদার, দুলাল হোসেন, সালাহউদ্দিন আহমেদ, মো. মাসুম, খোরশেদ আলম ও আজিজুল হক লাবলু।
নিউইয়র্ক/ইবিটাইমস/আরএন