চন্দ্রিমায় জিয়ার মরদেহ রয়েছে: প্রত্যক্ষদর্শী হিসেবে দাবি ফখরুলের

ঢাকা: চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মরদেহ রয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, এ ঘটনার প্রত্যক্ষদর্শী তিনি নিজেই।

চন্দ্রিমা উদ্যানে জিয়ার লাশ নেই- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে শনিবার রাতে এক ভার্চুয়াল আলোচনায় বিএনপি মহাসচিব নিজে প্রত্যক্ষদর্শী হিসেবে প্রমাণ তুলে ধরেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে সরিয়ে দিতেই এটিকে সামনে আনা হয়েছে।

তিনি বলেন, ‘‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মরদেহ সম্পর্কে, তার বডি এখানে এসেছে কিনা সে সম্পর্কে যে কথাগুলো এখন তারা বলেছে। আমি শুধু আজকে তার একটা প্রমাণ তুলে ধরতে চাই যে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মরদেহ সেই চট্টগ্রামে তোলা হয়, তারপর পোস্ট মোর্টেম করা হয়। ডা. তোফায়েল আহমেদ সাহেব তার পোস্ট পোর্টম করেছিলেন এবং ২২টি বুলেট তার শরীর থেকে বের করে নিয়ে এসেছিলেন।

বিগ্রেডিয়ার আসম হান্নান শাহ (প্রয়াত) তার মরদেহ সামরিক এয়ার ক্রাফটে করে কুর্মিটোলায় নিয়ে এসেছিলেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যেটা আমরা সবাই স্বচক্ষে দেখেছি। আমার মনে হয় তখন ড. মোশাররফ হোসেন সাহেবও উপস্থিত ছিলেন।

তিনি বলেন, আমি এসএ বারী এটি (উপ-প্রধানমন্ত্রী) সাহেবের প্রাইভেট সেক্রেটারি হিসেবে আমিও সেখানে উপস্থিত ছিলাম। আমরা সেখানে দেখেছি- একটা কাঁচের বাসকেট ছিল, সেখান থেকে আমরা তার দেহ দেখেছি।

তার অভিযোগ, আজকে এই ধরনের কথাবার্তা বলার একটাই মাত্র উদ্দেশ্য সেটা হচ্ছে যে, ইতিহাসকে বিকৃত করে দেওয়া, জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে সরিয়ে দেওয়া। বাংলাদেশকে যে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে সেখান থেকে মানুষের দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে দেয়ার জন্যই সরকার এসব কথা বলছে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »