
অস্ট্রিয়ায় করোনার চতুর্থ প্রাদুর্ভাবে পুনরায় লকডাউনের সম্ভাবনা
করোনার বিস্তার শীঘ্রই নিয়ন্ত্রণে আনতে না পারলে পুনরায় শীতে লকডাউনের কথা জানালেন সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ইউরোপ ডেস্কঃঅস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছেন অস্ট্রিয়ার Tirol রাজ্যের রাজধানী Innsbruck মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সংক্রমণ রোগ বিশেষজ্ঞ (Virologin) Dorothee Von Laer এই আশঙ্কার কথা জানিয়েছেন। যদি চতুর্থ তরঙ্গ “শীঘ্রই বন্ধ না হয়”, ভাইরোলজিস্ট ডরোথি ভন লেয়ার আশঙ্কা করছেন অস্ট্রিয়ায় আরেকটি করোনার…