নড়াইলঃ নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে মানব পাচার প্রতিরোধ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে।
২৬ আগষ্ট সকালে নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে জাস্টিস এন্ড কেয়ার বাংলাদেশ এর আয়োজনে মানব পাচার প্রতিরোধ বিষয়ক দক্ষতা উন্নয়ন মূলক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার)।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা, জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের মামলা তদন্তকারী কর্মকর্তাগণ এবং জাস্টিস এন্ড কেয়ার এর সিনিয়র ম্যানেজার সিরাজুদ্দিন বেলাল, প্রোগ্রাম অফিসার অপূর্ব সাহা, প্রোগ্রাম অফিসার মোঃ মুহিদ হোসেন সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।
পুলিশ সুপার তার বক্তব্যে মানব পাচার প্রতিরোধে করনীয় বিষয়ে বিভিন্ন প্রকার দিক নির্দেশনা প্রদান করেন।
সাকিব হাসান/ইবিটাইমস