ঢাকাঃ করোনাভাইরাস সংক্রমণরোধে দেশজুড়ে অনুষ্ঠিত গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ আগামী ৭ সেপ্টেম্বর থেকে দেয়া শুরু হবে। এই টিকা কার্যক্রম শুরুর আগে দেশে আরও টিকা আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা।
কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) বুধবার এক অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশিদ আলম বলেন, গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ ৭ সেপ্টেম্বর থেকে দেয়া শুরু হবে। এই কয়দিনে আরও টিকা আসবে। দ্বিতীয় ডোজ সম্পন্ন করতে কোনো সমস্যা হবে না।
কেন্দ্রীয় ঔষধাগার মিলনায়তনে করোনাভাইরাস মোকাবিলায় প্রবাসী বাংলাদেশের উপহার হিসেবে প্রাপ্ত ভেন্টিলেটর বিতরণ অনুষ্ঠানে তিনি বলে, রেপিড আরটি পিসিআর ম্যশিন কেনার চেষ্টা চলছে। বিদেশ যাওয়ার ক্ষেত্রে কিছু কিছু দেশ মডার্না ও ফাইজার চাচ্ছে, এটা এখন দেয়া সম্ভব নয়। তবে শিগগিরই ৬০ লাখ ডোজ ফাইজারের টিকা আসবে।
মহাপরিচালক জানান, যে কেন্দ্রে গণটিকা চলাকালে টিকা নিয়েছে সেখানেই দ্বিতীয় ডোজ নেয়া যাবে।
এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ঔষধাগারের মহাপরিচালক আবু হেনা মোরশেদ, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিষয়ক পরিচালক ফরিদ উদ্দিন মিয়াসহ অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা।
ঢাকা/ইবিটাইমস/আরএন