পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালীতে মাদক বিক্রয়কালে মাদকসহ মো. জাহিদুল ইসলাম (৪৩) নামের এক কারারক্ষিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক হওয়া মো: জাহিদুল ইসলাম উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের নুরুল ইসলামের ছেলে।
মঙ্গলবার (২৪ আগষ্ট) তাকে তার নিজ গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে বলে জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)’র উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন জসিম জানিয়েছেন।
তিনি আরো জানান, মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির খবর পেয়ে ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) আসলাম উদ্দিনের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। এসময় মাদকসহ জাহিদুল ইসলামকে আটক করা হয়। তার কাছে থাকা ২শত পিস ইয়াবা ও ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদুল জানিয়েছেন, তিনি বরগুনা জেলা কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত রয়েছেন।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হবে। আটককৃত জাহিদুলের নামে আরো ৩টি মাদক মামলা রয়েছে। তিনি ওই মামলায় ইতিমধ্যে সাময়িক বরখাস্ত রয়েছেন।
লাহেল মাহমুদ/ইবিটাইমস/আরএন