নেত্রীকে আগেই ২১ আগস্ট হামলার বিষয়ে বলেছিলাম : সাঈদ খোকন

ঢাকা: রাজধানী ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন বলেছেন, ২১ আগস্টের গ্রেনেড হামলার দুদিন আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হামলার আশঙ্কার কথা জানিয়ে সতর্ক করেছিলেন তিনি।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে ২১ আগস্ট নিয়ে এক আলোচনা সভায় সাঈদ খোকন এই তথ্য দেন।

সাবেক এই মেয়র বলেন, ২১ আগস্টের দু’দিন আগে তাঁর বাবা সেই সময়ের ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ একটি তথ্য নেত্রীর কাছে পৌঁছে দিতে বলেন। সুধা সদনে গিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করে সম্ভাব্য হামলার বিষয়ে আশঙ্কার বার্তা পৌঁছে দেন তিনি।

সাঈদ খোকন আরও বলেন, বার্তাটি শুনে শেখ হাসিনা তাঁকে বলেছিলেন, এতো ভয় পেলে চলে না। শেখ হাসিনাকে নিশ্চিহ্ন করতেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হামলা হয়েছে বল জানান তিনি।

সাবেক এই মেয়র বলেন, আমি নেত্রীকে বললাম, সম্ভাব্য হামলা চূড়ান্ত হয়েছে। সূত্র মতে, হামলাকারী ঢাকার ভেতরে চলে এসেছে। তাদের সম্ভাব্য হামলার স্থান সুধা সদনের এই বাসা, আপনার যাতায়াতের পথ এবং সেখানে যদি না হয় তাহলে আমাদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে।

একথা শুনে নেত্রী কয়েক মুহূর্ত চুপ থেকে বললেন যে, এত ভয় পেলে রাজনীতি হবে না।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »