ঢাকাঃ রাজধানীর দক্ষিণখান থেকে মডার্নার টিকাসহ বিজয় তালুকদার নামের এক পল্লী চিকিৎসককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে টিকার দুটি শিশি ও ২১টি খালি বাক্স জব্দ করা হয়।
পুলিশ জানায়, বুধবার রাত নয়টায় দিকে বিজয়কে আটক করা হয়েছে। আটক বিজয় নিজেকে প্যারামেডিক দাবি করলেও কোনো প্রমাণ দেখাতে পারেননি। সরকারি টিকাদান কর্মসূচিতে যুক্ত ছিলেন বলেও দাবি তার।
‘দরিদ্র পারিবারিক সেবা সংস্থা ক্লিনিক’ নামে নিজের পরিচালিত চিকিৎসা কেন্দ্র থেকে অবৈধভাবে মানুষকে টিকা দিচ্ছিলেন বিজয়। তবে কিভাবে তিনি এ টিকা পেলেন তা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
ঢাকা/ইবিটাইমস/আরএন