ঢাকা: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশ উন্নয়নের যে মডেল অনুসরণ করছে তাতে অর্থনৈতিক বৈষম্য বাড়ছে।
বুধবার বাংলাদেশ উন্নয়ন পরিষদ (বিআইডিএস) আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বৈষয়িক বাস্তবতার আলোকে বাংলাদেশ যে উন্নয়নের মহাসড়কে চলছে, সংগত কারণে এতে বৈষম্য বাড়ছে। তবে, বাস্তব বিবেচনায় এটা অনুসরণ ছাড়া কোন বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
পরিকল্পনা মন্ত্রী বলেন, এ বৈষম্য খুব সহসা কমবে, এমন সম্ভাবনা কম। তবে, মানুষের কর্মহীনতা কমলে ও অর্থনীতির কাঠামো শক্তিশালী হলে পরিবর্তন আসবে।
ঢাকা/ইবিটাইমস/আরএন