ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৭২ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪ হাজার ৭১৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে সাত হাজার ২৪৮ জন। এনিয়ে এখন পর্যন্ত মোট ১৪ লাখ ৪০ হাজার ৬৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪১ হাজার ১৪টি নমুনা পরীক্ষায় সাত হাজার ২৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৭ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭২ জনের মধ্যে ৯৪ জন পুরুষ ও ৭৮ জন নারী। এছাড়া ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬৭ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ জন মারা গেছেন। রংপুর বিভাগে এ সময়ে সবচেয়ে কম চার জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে দেশে সুস্থ হয়েছেন ১২ হাজার ১১২ জন। মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ২৭ হাজার ২৮ জন।
ঢাকা/ইবিটাইমস/আরএন