জলবায়ুর বিরুপ প্রভাবে উপকূলীয় এলাকা সবচেয়ে বেশি ঝূঁকিতে

চরফ্যাসন, ভোলা: বৈশ্বিক জলবায়ুর বিরুপ প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা সবচেয়ে বেশি ঝূঁকিতে। এজন্য সবাইকে জলবায়ু বিষয়ে ধারণা এবং ভবিষ্যতে এর হাত থেকে বাঁচতে বিভিন্ন কৌশল অবলন্বন করতে হবে।

বুধবার সিএফটিএম প্রকল্পের অর্থায়নে চরফ্যাসন উপজেলা জলবায়ু ফোরামের আয়োজনে সংলাপ অনুষ্ঠানে একথা বলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা আল নোমান।

তিনি বলেন, জলবায়ুর বিরুপ প্রভাব থেকে বাঁচতে সবাইকে পূর্ব প্রস্তুতি নিতে হবে। উপকূলীয় এলাকায় প্রতিনিয়ত আবহাওয়ার পরিবর্তন ঘটছে। তাই এসব এলাকায় সকল সরকারি-বেসরকারি উন্নয়ন কাজ হতে হবে টেকসই।

চরফ্যাসন উপজেলা জলবায়ু ফোরামের সভাপতি এম আবু সিদ্দিকের সভাপতিত্বে সংলাপে অংশ নেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, পৌর কাউন্সিলর আকতারুল আলম সামু, কোস্ট ফাউন্ডেশনের ভোলা জেলার সহকারী পরিচালক রাশেদা বেগম, জলবায়ু ফোরামের সাধারণ সম্পাদক শামসুন্নাহার স্নিগ্ধা, জলবায়ু ফোরামের সাবেক সভাপতি প্রভাষক অসিম তালুকদার, জলবায়ু ফোরামের সহ-সভাপতি মনির আসলামী ও নির্বাহি সদস্য প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক শাহনুর বিউটি প্রমুখ।

জামাল মোল্লা/ইবিটাইমস/আরএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »