ভিয়েনা ১০:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সরকারের পায়ের নিচের মাটি নেই: মির্জা ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
  • ১১ সময় দেখুন

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুলিশের হামলা, সব বাধা-বিপত্তি উপেক্ষা করেই দলের উত্তর, দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা আজ কর্মসূচি পালন করেছেন, কবর জিয়ারত করেছেন, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

মঙ্গলবার বিএনপির সাথে পুলিশের সংঘর্ষের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা সেখানে উপস্থিত হন। সেখানে মির্জা ফখরুল বলেন, এ সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে, তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। সেজন্য তারা পুলিশ দিয়ে, লাঠিচার্জ করে, গুলি করে, নির্যাতন করে গণতান্ত্রিক আন্দোলনকে দমন করতে চায়। আমরা বিশ্বাস করি, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এ সরকারকে পরাজিত করা সম্ভব হবে।

মির্জা ফখরুল বলেন, আমরা আবারও পুলিশের এহেন হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা জানাচ্ছি। কতজন নেতাকর্মী আহত হয়েছেন জানতে চাইলে ফখরুল বলেন, আমাদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে, চূড়ান্ত হিসাব এখনও আমাদের কাছে নেই।

বিএনপির পক্ষ থেকে প্রথম হামলা হয়েছে পুলিশের এমন অভিযোগের বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল, যেখানে পুলিশ অতর্কিত হামলা করেছে।

এদিকে পুলিশের হামলার প্রতিবাদে বুধবার দেশজুড়ে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।

ঢাকা/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সরকারের পায়ের নিচের মাটি নেই: মির্জা ফখরুল

আপডেটের সময় ০৭:১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুলিশের হামলা, সব বাধা-বিপত্তি উপেক্ষা করেই দলের উত্তর, দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা আজ কর্মসূচি পালন করেছেন, কবর জিয়ারত করেছেন, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

মঙ্গলবার বিএনপির সাথে পুলিশের সংঘর্ষের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা সেখানে উপস্থিত হন। সেখানে মির্জা ফখরুল বলেন, এ সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে, তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। সেজন্য তারা পুলিশ দিয়ে, লাঠিচার্জ করে, গুলি করে, নির্যাতন করে গণতান্ত্রিক আন্দোলনকে দমন করতে চায়। আমরা বিশ্বাস করি, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এ সরকারকে পরাজিত করা সম্ভব হবে।

মির্জা ফখরুল বলেন, আমরা আবারও পুলিশের এহেন হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা জানাচ্ছি। কতজন নেতাকর্মী আহত হয়েছেন জানতে চাইলে ফখরুল বলেন, আমাদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে, চূড়ান্ত হিসাব এখনও আমাদের কাছে নেই।

বিএনপির পক্ষ থেকে প্রথম হামলা হয়েছে পুলিশের এমন অভিযোগের বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল, যেখানে পুলিশ অতর্কিত হামলা করেছে।

এদিকে পুলিশের হামলার প্রতিবাদে বুধবার দেশজুড়ে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।

ঢাকা/ইবিটাইমস/আরএন