বরিশাল প্রতিনিধি: বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১০ জন মারা গেছেন। মারা যাওয়া রোগীদের একজন করোনা পজিটিভ ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময়ে ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৭.৭৫ শতাংশ।
হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ১০ জন মারা গেছেন। ওই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮ জন। এদের ১৯ জন করোনা পজিটিভ। একই সময়ে ২৫ জন করোনা ওয়ার্ডে ভর্তি হন। যাদের মধ্যে পাঁচ জন করোনা পজিটিভ। আর ৩০টি আইসিইউ বেডের সবগুলোতেই রোগী ভর্তি রয়েছে।
অপু/ইবিটাইমস/আরএন