ভিয়েনা ১০:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

দ্বন্দ্ব ভুলে দলকে শক্তিশালী করার ডাক বিএনপি নেতা আমানের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২০:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
  • ১২ সময় দেখুন

ঢাকা: দ্বিধা-দ্বন্দ্ব ভুলে দলকে সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন বিএনপির ঢাকা মহানগর উত্তর কমিটির আহ্বায়ক আমান উল্লাহ আমান। তিনি বলেন, আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, আগামী দিনে যে আন্দোলন-সংগ্রাম শুরু হবে, সেই আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে নামার জন্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে প্রত্যাশা সেই প্রত্যাশা ইনশাল্লাহ আমরা পূরণ করব।

রোববার নয়াপল্টনে ঢাকা মহানগর উত্তরের এক যৌথ সভায় নবগঠিত কমিটির আহ্বায়ক এসব কথা বলেন।

ডাকসুর সাবেক ভিপি আমান আরও বলেন, এই প্রত্যাশা পূরণ করতে গেলে বিএনপির মহানগর উত্তর-দক্ষিণ, সারা বাংলাদেশের বিএনপি ও অঙ্গসংগঠনকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অতীতের দ্বিধা-দ্বন্দ্ব ভুলে গিয়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ধৈর্য্য এবং সহনশীলতার সঙ্গে সবাইকে জিয়া পরিবারের সদস্য হিসেবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক বলেন, বিএনপি উত্তর এবং দক্ষিণের যে আহ্বায়ক কমিটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন তার লক্ষ্য একটাই। বাংলাদেশে অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার, ভুলণ্ঠিত মানবাধিকারকে পুন:প্রতিষ্ঠা এবং একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।

বিএনপির এই নেতা বলেন, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যে ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাব। সেই লক্ষ্যে এরই মধ্যে আমরা কিছু কিছু কর্মকাণ্ড শুরু করে দিয়েছি।

সভার শুরুতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দ্বন্দ্ব ভুলে দলকে শক্তিশালী করার ডাক বিএনপি নেতা আমানের

আপডেটের সময় ০৫:২০:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১

ঢাকা: দ্বিধা-দ্বন্দ্ব ভুলে দলকে সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন বিএনপির ঢাকা মহানগর উত্তর কমিটির আহ্বায়ক আমান উল্লাহ আমান। তিনি বলেন, আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, আগামী দিনে যে আন্দোলন-সংগ্রাম শুরু হবে, সেই আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে নামার জন্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে প্রত্যাশা সেই প্রত্যাশা ইনশাল্লাহ আমরা পূরণ করব।

রোববার নয়াপল্টনে ঢাকা মহানগর উত্তরের এক যৌথ সভায় নবগঠিত কমিটির আহ্বায়ক এসব কথা বলেন।

ডাকসুর সাবেক ভিপি আমান আরও বলেন, এই প্রত্যাশা পূরণ করতে গেলে বিএনপির মহানগর উত্তর-দক্ষিণ, সারা বাংলাদেশের বিএনপি ও অঙ্গসংগঠনকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অতীতের দ্বিধা-দ্বন্দ্ব ভুলে গিয়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ধৈর্য্য এবং সহনশীলতার সঙ্গে সবাইকে জিয়া পরিবারের সদস্য হিসেবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক বলেন, বিএনপি উত্তর এবং দক্ষিণের যে আহ্বায়ক কমিটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন তার লক্ষ্য একটাই। বাংলাদেশে অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার, ভুলণ্ঠিত মানবাধিকারকে পুন:প্রতিষ্ঠা এবং একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।

বিএনপির এই নেতা বলেন, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যে ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাব। সেই লক্ষ্যে এরই মধ্যে আমরা কিছু কিছু কর্মকাণ্ড শুরু করে দিয়েছি।

সভার শুরুতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ